চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩১শে আগস্ট) দুপুরে শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়।
সেই সাথে কেন্দ্রের ৫টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে পরীক্ষায় সকল কার্যক্রয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা গেছে ঐ কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা পরীক্ষা দিচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, গোপন তথ্যের ভিত্তিতে কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার বিষয়টি জানতে পরেন তিনি। এসময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা।
এর প্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে কর্তব্যে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
lamia/Bodiar