ডেঙ্গু কেড়ে নিলো ২ সন্তানকেই

প্রকাশিত: ৩১-০৮-২০২৩ ১৪:৩৯

আপডেট: ৩১-০৮-২০২৩ ২২:২৫

মাবুদ আজমী: বর্ষা শেষে শরৎ এলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। রাজধানীর মিরপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে একই পরিবারের দুই ছোট্ট শিশু, যারা ভাই-বোন। দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা ও স্বজনেরা। এই দুই শিশুর স্কুলের শিক্ষকরাও শোকাহত। এবারে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতার জন্য এডিশ মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর আর দুর্বলতাকে দুষছেন নগরবাসী। 

রাজধানীর মধ্য পাইকপাড়ার ছাপাখানা মোড়ের বাসাটিতে এখন শুধুই পিনপতন নীরবতা। এই বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির ঘর আলো করে রাখা দুই সন্তান আরাফাত হোসেন ও রাইদা মারা গেছে এক সপ্তাহের মধ্যে। এই অকালমৃত্যুর কারণ ডেঙ্গু। আদরের দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা।  

পাইকপাড়ার যে ভাড়া বাসায় থাকতেন ছেলে ইব্রাহিম দম্পতি, সেখানে আর থাকবেন না তারা। সেই বাসাজুড়ে রয়েছে ছেলে মেয়ের স্মৃতি। যা কষ্ট দেয় তাদের। ১৮ই আগস্ট ছেলে আরাফাত ও ২৫শে আগস্ট মেয়ে রাইদার মৃত্যু হয়েছে। 

বাসার কাছেই আইকন একাডেমি স্কুলের কেজিতে পড়তো ৯ বছর বয়সী আরাফাত এবং নার্সারিতে পড়তো সাড়ে ৬ বছরের রাইদা। প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরা। 

ডেঙ্গুর এমন ভয়াবহ পরিস্থিতির জন্য এডিস মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা আর দুর্বলতাই দায়ী বলে মনে করেন এলাকাবাসী। 

এডিস মশার বিস্তার রোধে সিটি করপোরেশনের আরও জোরালো ভূমিকা চান নগরবাসী। 

 

Azmi/sat