মুক্তি পেলো শাহরুখের 'জওয়ান' সিনেমার ট্রেলার

প্রকাশিত: ৩১-০৮-২০২৩ ১৩:৫৩

আপডেট: ৩১-০৮-২০২৩ ১৩:৫৩

বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জাওয়ান’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবিমুক্তির মাত্র এক সপ্তাহ আগে বৃহস্পতিবার (৩১শে আগস্ট) রেড চিলিজের ইউটিউব চ্যানেলে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। 

আজ রাত ৯টায় দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা বুর্জ খলিফার স্ক্রিনে দেখানো হবে ‘জাওয়ান’ ট্রেলার। আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। একইদিনে ছবিটি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, ‘জাওয়ান’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা ছিল। ট্রেলার প্রকাশের পর তা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। রহস্য, টানটান থ্রিলার আর ধুন্ধুমার অ্যাকশনে ভরা এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একাধিক লুকে। ট্রেলার প্রকাশের মাত্র ২৫ মিনিটেই শুধু এর হিন্দি ভার্সনের ভিউ ছাড়িয়ে গেছে এক মিলিয়ন। 

জাওয়ান পরিচালনা করেছেন অ্যটলি কুমার। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকন ও থালাপতি বিজয়কে।

rocky/sat