বিনোদন ডেস্ক: চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৯তম চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৫ই ডিসেম্বর। প্রতিবারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। বুধবার (৩০শে আগস্ট) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠানে অমিতাভ-শাহরুখের পাশাপাশি উপস্থিত থাকবেন সলমান খান ও অনিল কাপুর। কোভিডের কারণে বিগত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্যে ভাটা পড়ে। এবছর জাঁকজমকপূর্ণ হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
Sanjida/sat