শ্রীলেখা মিত্রের জন্মদিন আজ

প্রকাশিত: ৩০-০৮-২০২৩ ১১:৪১

আপডেট: ৩০-০৮-২০২৩ ১১:৪১

অনলাইন ডেস্ক: টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন আজ। ১৯৭৫ সালের ৩০শে আগস্ট কলকাতায় জন্মগ্রহন করেন জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রতিবছর জন্মদিনকে ঘিরে থাকে নানা আয়োজন। উৎসব শুরু হয় এক দিন আগে থেকে। তবে এ বছর চিত্র সম্পূর্ণ আলাদা।

জানা গেছে, এ অভিনেত্রী অসুস্থ, তাঁর মেয়ে ঐশীও অসুস্থ। তবে প্রতিবারের মতো এবার নেই কোনো উল্লাস।

দুলাল লাহিড়ীর বালিকার প্রেম ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জগতে অভিষেক হয় গুণী এই অভিনেত্রীর। বাসু চ্যাটার্জীর হঠাৎ বৃষ্টি মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন শ্রীলেখা মিত্র।

২০০৪ সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকা-কোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করেন শ্রীলেখা মিত্র। কাঁটাতার ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিএফজেএ ও আনন্দলোক পুরস্কার অর্জন করেন তিনি।  উড়ো চিঠি ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে পেয়েছেন জি বাংলা গৌরব সম্মান। রীমা মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এক অর্ধসত্য ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সৌকর্য ঘোষালের রেনবো জেলি ছবিতে পরীপিসির চরিত্রে অভিনয় করেন তিনি। 

তাঁর উল্লেখ যোগ্য চলচ্চিত্র-লা চল, আশ্চর্য্য প্রদীপ, হাউজফুল, স্মৃতিমধুর, অন্তরতম, হ্যালো কলকাতা, টলি লাইটস, তুমি রবে নীরবে প্রভৃতি।

 

sanjida/Bodiar