ট্যাপের পানি বোতলজাত করে বিক্রি, জরিমানা

প্রকাশিত: ২৯-০৮-২০২৩ ০৯:৪০

আপডেট: ২৯-০৮-২০২৩ ০৯:৪০

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতলজাত করে বাজারে বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।    

গতকাল সোমবার (২৮শে আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‌্যাব অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতলজাত করে বিক্রি করাসহ কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কারখানার লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

প্রতিষ্ঠানগুলো হলো, এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার ও এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এর মধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।    

 

Kaniz/Bodiar