পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী জেলায় দুই উপজেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখন বেহাল অবস্থা। জরাজীর্ণ ভবন আর চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে এখানকার চিকিৎসা সেবা। এ কারণে প্রতিনিয়ত এই দুই উপজেলার মানুষকে ছোটখাটো রোগ নিয়েও নদী পাড়ি দিয়ে জেলা শহরে হাসপাতালে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তি এবং চিকিৎসা ব্যয় দুটোই বাড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান চায় স্থানীয়রা।
ঝড়, জলোচ্ছ্বাস ও নানা প্রতিকূলতাকে মোকাবিলা করেই চলতে হয় দেশের দক্ষিণ নদী ও সাগর বেষ্টিত দুই উপজেলা গলাচিপা এবং রাঙ্গাবালীর মানুষকে। তবে রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে আসতে হয়।
কিন্তু ৫০ শয্যার এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভেঙে পড়ছে ভবনের ছাদ ও বিমের প্লাস্টার। দরজা জানালাও খুলে পড়ার অবস্থা। পাশাপাশি একটু বৃষ্টিতেই বিম, কলাম ও ছাদের ফাটল দিয়ে পানি পড়ে বিভিন্ন কক্ষে। ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগটি। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় বৈদ্যুতিক ফ্যান খুলে রাখা হয়েছে। ফলে প্রচণ্ড গরমে হাত পাখা দিয়েই রোগীদের বাতাস করতে হয় স্বজনদের।
এদিকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হলেও ধারণ ক্ষমতার বেশি রোগী নিয়মিত এখানে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসকদের অধিকাংশ পদই ফাঁকা। আবার বেশ কয়েকজন চিকিৎসক নানা অজুহাতে দীর্ঘদিন যাবত জেলা শহর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা সংকটের মাঝেও তারা রোগীদের চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন।
Priyonty/Bodiar