গানে গানে অস্ট্রেলিয়া মাতালো সোলস

প্রকাশিত: ২৭-০৮-২০২৩ ১৯:৫৭

আপডেট: ২৭-০৮-২০২৩ ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক: এবার গানে গানে অস্ট্রেলিয়ার ক্যানবেরা মাতালো দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস। গতকাল (শনিবার) ২৬শে আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে “সোলস লাইভ” কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘন্টা গান করে। 

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া জানান, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবারের কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, সোলস ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।  

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস তাঁদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। গত ২৪ আগস্ট পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনীতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নিবে সোলস। 

আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।

জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

ইতোমধ্যে সোলস তাদের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি গানের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘যদি দেখো’, ‘কিতা ভাইসাব’ ও ‘রিক্সা’ শিরোনামের তিনটি গান। 

 

afroza/prabir