বছরজুড়ে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি

প্রকাশিত: ২৭-০৮-২০২৩ ১৯:২১

আপডেট: ২৮-০৮-২০২৩ ১০:০০

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু এখন শুধু মৌসুম ভিত্তিক সমস্যা নয়। পুরো বছরের জন্যই আতঙ্ক। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরজুড়ে মশা নিধণের কাজ করতে হবে। সেই সাথে হাসপাতালগুলোতেও চিকিৎসা ব্যবস্থা রাখা প্রয়োজন।

রোববার দুপুরে রাজধানীতেডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। তারা আরও বলেন, কীটতত্ত্ববিদদের সাথে নিয়ে এডিশ মশা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে হবে। এদিকে, দেশে ডেঙ্গুতে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৩২৭ জন।

চলতি বছর প্রথম আটমাসেই ডেঙ্গুতে মৃত্যু ৫’শ এর বেশি। প্রতিদিনিই ২ হাজার বা তারও বেশি রোগি দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে, ডেঙ্গুতে যতো মানুষ আক্রান্ত হচ্ছে তার বেশিরভাগই রাজধানীতে।

রোববার রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়েস্বাস্থ্যমন্ত্রালয়সহ বিভিন্ন বেসরকারি সংগঠন আয়োজিত আলোচনা সভায় এডিস মশা নিয়ন্ত্রণ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিকে তুলে ধরা হয়। এতে বলা হয়- নানান পদক্ষেপ নেয়ার পরও বাড়ছে রোগির সংখ্যা। পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের সংখ্যা বেশি এবং চিকিৎসা না প্রবণতাও নারীদের বেশি। ফলে, তাদের মৃত্যুঝুঁকি বাড়ছে। 

বক্তারা জানান, এডিস মশার জীবনচক্রে পরিবর্তন আসায় রোগীদের জটিলতা বাড়ছে। বিশেষ করে যারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছে তারা বেশি ঝুঁকিতে আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরজুড়ে এডিস মশা ধ্বংসের পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে একটা আলাদা আন্তঃমন্ত্রণালয় কমিটি করতে হবে।

এছাড়া, বিভিন্ন অফিসে, স্কুল,কলেজে আবাসিক, অনাবাসিক এলাকায় মশা নিধন কার্যক্রম জোরদার করার কথাও বলেন তারা।

এছাড়া, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

 

LGR/prabir