ডিসেম্বরে মাধ্যমিকের বই পাওয়া অনিশ্চিত

প্রকাশিত: ১৯-০৮-২০২৩ ১৪:২৮

আপডেট: ১৯-০৮-২০২৩ ১৫:৪২

রীতা নাহার: জাতীয় নির্বাচনের কারণে এবছর অক্টোবরেই আগামী বছরের বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণের ঘোষণা দিয়েছিলো এনসিটিবি। কিন্তু সে প্রস্তুতিতে পিছিয়ে পড়েছে তারা। এখনও মাধ্যমিকের বইয়ের টেন্ডার হয়নি, প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর আংশিক কার্যাদেশ দেয়া হয়েছে। এনসিটিবি’র প্রস্তুতিতে হতাশা জানিয়ে প্রকাশকরা বলছেন, ডিসেম্বরের মধ্যে বই পাওয়াটাই অনিশ্চিত। 

চলতি বছর প্রাথমিকের ৯ কোটি বই ও মাধ্যমিক পর্যায়ের ২৩ কোটি মোট ৩২কোটি বই শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করবে সরকার। যা গত বছরের তুলনায় ২ কোটি কম। নতুন শিক্ষাক্রমে এবার যুক্ত হচ্ছে নবম ও দশম শ্রেনীর নতুন বই। একীভুত শিক্ষায় নবম দশম শ্রেনীতে ১৩টির স্থলে বইয়ের সংখ্যা এখন ১০টি। 

এ বছর জাতীয় নির্বাচন হবে। তাই জটিলতা এড়াতে অক্টোবরেই বই ছাপার ঘোষণা দিয়েছিলো এনসিটিবি। কিন্তু আগস্টের মাঝামাঝিতেও অধিকাংশ শ্রেনীর বই ছাপার টেন্ডার প্রক্রিয়াধীন। 

এদিকে, চলতি বছরের ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর বশ কয়েকটি বইয়ের বিষয়বস্তসহ নানা দিক নিয়ে সমালোচনা ও বিতর্ক উঠে। এগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন সেগুলো পর্যালোচনা চলছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বই ছাপা শুরু হবে জানিয়েছে এনসিটিবি।

চলতি বছর কাগজের কোন সংকট নেই। তাই বই ছাপতে কোন সংকট দেখছে না এনসিটিবি কর্তৃপক্ষ।

 

KNR/shimul