নিজস্ব প্রতিবেদক: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট। ০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস হয় গত ২৬ জুন। এবার বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম এবং বাংলাদেশের ৫২তম বাজেট।
অন্যান্য বছর ৩০ জুন (আগের অর্থবছরের শেষ দিন) বাজেট পাস হলেও এবার ঈদুল আযহার কারণে আগেই নতুন বাজেট পাস করা হয়। গত ২৬শে জুন বাজেট বিল পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি প্রস্তাব সংসদে উত্থাপন করেন। এই দাবিগুলো সংসদে কণ্ঠভোটে পাস হয়।
এবারের বাজেটে সার্বিক ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এ ঘাটতি মেটাতে ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার।
বাজেটে ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
উলেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল।
Sajjadur/joy