নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৭:২০

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৭:২০

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ থেকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি শাওন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো জানান, গত শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাশাব এলাকা থেকে শাওনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ শাওন (২৩) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোহাম্মদ মোতাহার হোসেনের ছেলে। 

পুলিশ সুপার বলেন, গত ৩০শে মে বিকেলে রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ডে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিল্লাল হোসেন নামে এক বাবুর্চির শরীরে গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পহেলা জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় শাওনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 

 

Nishat/shimul