প্রার্থীদের প্রচারণায় সরগরম ৪ নগরী

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৪:৪৫

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৫:৩৮

জেলা সংবাদদাতা: প্রার্থীদের প্রচারণায় সরগরম চার সিটি করপোরেশন নির্বাচনের ভোটের মাঠ। মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। নানা প্রতিশ্র“তি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। 

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট নগরীতে দিনরাত জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের ঘোষণা দেয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

গণসংযোগ, পথসভা ও প্রচারণায় মুখর খুলনা নগরী। আজ (শনিবার) আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর বানরগাতী বাজার এলাকায় গণসংযোগ করেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু প্রচারণা চালান নগরীর সোনাডাঙ্গা বৌ বাজার এলাকায়। অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি ।

প্রচারণার নবম দিনে বরিশাল নগরীতে মেয়র প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরা। শনিবার স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামান নগরীর কেডিসি কলোনীতে গণসংযোগ করেন। নগরীকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। প্রচারণায় হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের অঙ্গীকার করছেন কাউন্সিলর প্রার্থীরা। 

এদিকে, শুক্রবার রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক পাওয়ার পরই প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মাইকিং, ব্যানার, ফেস্টুন ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। 

Kaniz/sat