নীলফামারী সংবাদদাতা: দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত রুটে দিবাকালীন ট্রেন। আগামীকাল (শনিবার) ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উচ্ছ্বসিত নীলফামারীর মানুষ। কাঙ্খিত দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। তবে, আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রীরা।
২০০৭ সালের ডিসেম্বরে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু করা হয়েছিলো। ট্রেনটি চালু করার পর স্থানীয়দের যাতায়াত সহজ হলেও, রাত্রিকালীন ট্রেন হওয়ায় এর সুবিধা পুরোপুরি কাজে লাগানো যায়নি। এছাড়া ট্রেনের আসন সংখ্যা কম হওয়ায় এই রুটের যাত্রীদের ভোগান্তিতেও পড়তে হত। যাত্রীর চাহিদা বিবেচনায় এই রুটে দিবাকালীন একটি ট্রেন চলাচলের দাবী ছিলো এ জেলার মানুষের।
স্থানীয়দের নিরাপদ ভ্রমণ ও যাত্রা সহজ করতে এই রুটে দিবাকালীন একটি ট্রেন চালুর ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। যা শনিবার বাদে প্রতিদিন ভোর ৬ টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী চৌঠা জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন। তাই খুশি স্থানীয়রা।
এদিকে, ট্রেনটির নতুন নামকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নীলফামারীর বাসিন্দারা। সরকার ট্রেনটির নাম চিলহাটি এক্সপ্রেস রাখলেও, স্থানীয়রা এর নামকরণ চেয়েছে নীলফামারি এক্সপ্রেস।
নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Nishat/sat