নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা নাই বলে জানিয়েছে বিজিএমইএ। আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাসের ঘাটতি, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় হুমকিতে দেশের পোশাক শিল্প। তাই উৎস কর আগামী পাঁচ বছরের জন্য ০.৫ শতাংশ করা এবং নগদ সহায়তার উপর শতকরা দশ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানান তিনি।
এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লেও কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ পাচ্ছেন না। তাই নিরবচ্ছিন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবীও সংগঠনটির সভাপতি।
Nijhum/shimul