এই বাজেট গোজামিলের : মির্জা ফখরুল

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ২০:৩৪

আপডেট: ০২-০৬-২০২৩ ২০:৩৯

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, এই বাজেট গোজামিলের। যা মানুষের জন্য স্বস্তি আনবে না। বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। 

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মন্ত্রী বলছেন যে একটা চমৎকার বাজেট হয়েছে। সরকার বলছে একটা সুন্দর বাজেট, যেটা নাকি পরিবর্তন আনবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রিত মিডিয়া, তারাই বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। যে মূল্য বৃদ্ধি, ভয়ংকর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়ার দরকার ছিল, সেই বাজেট দিতে তারা (সরকার) সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

দেশ রক্ষা করতে হলে ক্ষমতাসীনদের বিদায়ের কোনো বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল। এসময় আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। 

সরকার পতনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। এরা প্রতি মুহূর্তে, প্রতিদিন আমাদের জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে, আমাদের সম্ভাবনাকে নষ্ট করছে, সবকিছুকে বিলীন করে দিচ্ছে।’ 

 

 

 

TH/shimul