ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর জনগণের টাকায় জনগণের জন্য বাজেট দিয়েছে বর্তমান সরকার।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রি আরও বলেন, ২০০৬ সালে বিএনপি তাদের শেষ সময়ে তেশট্টি হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল। যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার ৭ লক্ষ ৬১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। যার ৮০ শতাংশের বেশী দেশের মানুষের টাকায়। বাঙালি এখন আত্মনির্ভরশীল হয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
Priyonty/shimul