ছয় শহরে সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১৫:২৫

আপডেট: ০২-০৬-২০২৩ ১৫:২৫

নিজস্ব প্রতিবেদক: নির্দলীয় নিরপেক্ষ সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানসহ নানা দাবিতে রাজধানীসহ দেশের ছয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

শুক্রবার (দোসরা জুন) সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এই ঘোষণা দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

আগামী ১০ অথবা ১১ই জুন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। পর্যায়ক্রমে বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট ও সবশেষ ঢাকায় এই সমাবেশ করবে তারা। 

এর আগে নয়াপল্টনে এক দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, লুটপাট করে মানুষের ঘাড়ে করের বোঝা বাড়িয়ে দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

 

TH/shimul