মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ১৩:৫৮

আপডেট: ০২-০৬-২০২৩ ১৩:৫৮

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার  করেছে  পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে এসব ব্যাগ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন পুলিশ। এসময় তারা এসব মানব দেহাবশেষ খুঁজে পায়।

বিবিসি জানায়, উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মরদেহের অংশ রয়েছে। তবে মরদেহের সংখ্যা ঠিক কত তা এখনও জানা যায়নি। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকায় এ অভিযান আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

অগ্নিনির্বাপক দল ও সিভিল ডিফেন্স পুলিশ এবং হেলিকপ্টার ক্রুদের একটি দল ঘটনাস্থলে দেহাবশেষ উদ্ধারের জন্য কাজ করছে। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকৃত ব্যাগে মরদেহের সংখ্যা, তারা কারা এবং তাদের মৃত্যুর ঘটনায় তদন্ত চালিয়ে যাবে।

Sanjida/sat