নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন হবে বলে মনে করছে সংস্থাটি। নির্বাচনকে সামনে রেখে এমন বাজেট উল্লেখ করে সিপিডি বলছে, টিআইএনধারী করমুক্ত আয়সীমার অন্তর্ভুক্ত ব্যক্তির ওপর ধার্য করা দুই হাজার টাকার বিধান তুলে দেয়া উচিত।
নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের সার্বিক পর্যালোচনা তুলে ধরতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। গবেষণা সংস্থাটির পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটের খাত ওয়ারি বরাদ্দ, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে গৃহিত পদক্ষেপসহ নানা বিষয়ের বিশ্লেষণ তুলে ধরা হয়। এতে বলা হয়, গেলো কয়েকবছরের বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আহরণ, সরকারি ব্যয়, এডিপি বাস্তবায়নসহ ১৫টি ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করে সিপিডি।
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনীতিতে গতিশীলতা আনতে আর্থিক কাঠামোতে যে সংস্কারের কথা বলা হয়েছিল তার বাস্তবায়নের রূপরেখা অনুপস্থিত। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আহরণের ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছে সিপিডি।
এসময় বলা হয়, গত ১৪ বছরে দেশে আশংকাজনক হারে খেলাপি ঋণ বেড়েছে। তাই ব্যাংকিং খাতকে সচল রাখতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ব্যাংকিং কমিশন গঠনের তাগিদ দিয়েছে সিপিডি।
rocky/sat