নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর, দিনাজপুরসহ উত্তরের চার জেলেয় বইছে তীব্র তাপদাহ। মৃদু তাপপ্রবাহ বইছে ৪৬ জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা আরও চার থেকে পাঁচ দিন চলবে। ৬ই জুনের পর তাপমাত্রা কমতে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে বহুগুণ।
প্রচণ্ড গরম দুর্বিষহ করে তুলেছে জনজীবন। এর সঙ্গে দফায় দফায় লোডশেডিং ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। দেশজুড়ে চলমান গরম আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরের জেলা রংপুর, দিনাজপুর, রাজশাহী ও সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনীসহ ৪৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ। স্বাভাবিকের তুলনায় এ মাসে থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে।
তীব্র গরমে যারা ঘর থেকে বের হয়েছেন তারাও কেউ স্বস্তিতে নেই। কেউ হাতপাখা কেউবা অন্য কোন উপয়ে গরম নিবারণের চেষ্টা করছে। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা।
অন্য বছরের তুলনায় এ’বছর জুন মাসে বৃষ্টি কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Sanjida/sat