নেত্রকোনা সংবাদদাতা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর স্ত্রী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুন্নেছা আশরাফ।
তিনি ক্রীড়াবিদ ছিলেন। সেইসঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধারও ছিলেন। নেত্রকোনায় একটি বুদ্ধী প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মৃত্যুকালে স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Mustafiz/Bodiar