শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

প্রকাশিত: ০২-০৬-২০২৩ ০০:৩০

আপডেট: ০২-০৬-২০২৩ ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২০ তলা ঐ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভালো না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি। 

রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই আগুন লাগে ঢাকার শ্যামলী এলাকার এই ২০ তলা  বাণিজ্যিক ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একে একে আরও ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

পরে ভবনটিতে আটকা পড়দের মধ্যে এক এক করে ২৩ জনকে উদ্ধার করে নিয়ে আসে দমকল কর্মীরা। এদের মধ্যে আহত কয়েকজনকে পাঠানো হয় হাসপাতালে।

আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। তাদের সহযোগিতা করে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এরপর ভবনটির ১৯ তলা থেকে উদ্ধার করা হয় একজনের মরদেহ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভালো না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংস্থাটি। 

রূপায়ণ শেলেেফার্ড নামের ২০ তলা এই ভবনটিতে বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন কর্পোরেট অফিস রয়েছে। আগুন লাগার পর ভবনের বাকি তলার লোকজন নিরাপদে নেমে আসে।

 

Rakib/Bodiar