নিজস্ব প্রতিবেদক: বিএনপি আন্দোলনের নামে কর্মীদের দিয়ে সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (পহেলা জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা দেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে উগ্রবাদী অপশক্তিকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএনপির এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ জনগণের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসী কার্যক্রমে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, মির্জা ফখরুল খালি মাঠে গোল দেওয়ার কথা বলছেন, স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। আমরা কখনো খালি মাঠে গোল দেইনি এবং কাউকে দিতেও দেইনি। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস।
এসময় বিএনপি জোট সরকারের অগ্নিসন্ত্রাস ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, একদিকে তারা গণতন্ত্রে আস্থা না রেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত অন্যদিকে সরকারের ওপর দোষ চাপায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস নয় বরং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করেছে।
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় এগিয়ে যাব।
rocky/shimul