নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থে ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ও পোশাকের দাম কমতে পারে।
দাম কমতে পারে: স্থানীয় পর্যায়ে উৎপাদিত রেফ্রিজারেটর ও ফ্রিজার, ওয়াশিংমেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, মিক্সার, ইলেকট্রিক কেতলি, প্রেসার কুকার, কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, টোনার, ল্যাপটপ, ট্যাব, স্পিকার, সাউন্ডবক্স, হেডফোন, প্রেনড্রাইভ, সিসিটিভি, মোবাইল ফোনের চার্জার ও ব্যাটারি, পাওয়ার ব্যাংক, রাউটার, মডেম, এসএসডি, মেমরিকার্ড, মনিটর, প্রজেক্টর, ইউএসবি ক্যাবল, অপটিক্যাল ফাইবার, হাতে তৈরি বিস্কুট, পশু খাদ্য হিসেবে ব্যবহৃত স্থানীয় সামগ্রী, কৃষি যন্ত্রপাতির আমদানি ব্যয়, মিষ্টি, সাবান, শ্যাম্পু
বৃহস্পতিবার (পহেলা জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনায় কোন কোন পণ্যের ওপর কী পরিমাণ শুল্ক কমানো হয়েছে এবং কোন পণ্যে অব্যাহতি দেওয়া হয়েছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী।
rocky/shimul