রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ১৪:৫৯

আপডেট: ০১-০৬-২০২৩ ১৪:৫৯

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, মোশার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ,মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি, জমি দখল এবং অর্থের বিনিময়ে অপরাধ কর্মকাণ্ড চালানোর মতো অভিযোগে ৪০টি মামলা রয়েছে। র‌্যাব জানায়, রূপগঞ্জে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে অর্থের বিনিময়ে জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো মোশা বাহিনী। এই চক্রে ৭০ থেকে ৮০ জন সদস্য রয়েছে বলে জানান র‌্যাব।

Piash/shimul