ক্রীড়া ডেস্ক: ইউরোপা লিগ ফুটবলের ফাইনালে জয় দিয়ে রেকর্ড সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। হাঙ্গারির বুদাপেস্টে সেভিয়া টাই ব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে।
খেলার প্রথমার্ধে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোমা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সেভিয়া সমতায় ফিরলে, ১-১ গোলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়। অতিরিক্ত সময়েও কোন দল গোল না পেলে খেলা গড়ায় টাই ব্রেকারে। আর টাই ব্রেকারের পেনাল্টি শুটে এএস রোমার বিপক্ষে ৪-১ গোলের জয় নিশ্চিত করে নিজেদের সপ্তম শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়েছে সেভিয়া।
AAA/shimul