গরমে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ০৯:৫২

আপডেট: ০১-০৬-২০২৩ ২২:০১

আন্তর্জাতিক  ডেস্ক: ভারতে একদিকে তীব্র তাপদাহ বইছে, অন্যদিকে হচ্ছে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বইছে। যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে, প্রচন্ড গরম ও তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের জন্য গরমের ছুটি আরও ১০ দিন বাড়িয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে রাজ্যটিতে জারি করা হয়েছে সতর্কতা। 

মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে তাপপ্রবাহ চলবে, তাই গরমের ছুটি বাড়ানো হচ্ছে। এর আগে চলতি বছর দোসরা মে থেকে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগাম গরমের ছুটি  পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।

 

sanjida/shimul