ব্যক্তিগত জমি দখল করে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ

প্রকাশিত: ০১-০৬-২০২৩ ০৯:১৯

আপডেট: ০১-০৬-২০২৩ ০৯:৩৭

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোড়েলগঞ্জে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে একটি বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোন ধরনের নোটিশ ও ক্ষতিপূরণ না দিয়েই বাঁধের সড়ক প্রশস্ত করার জন্য পাশের জমি নিয়ে নেয়া হয়েছে। আবার পাশের ফসলি জমির মাটি কেটেই ভরাট করা হচ্ছে রাস্তা। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ওই বাঁধের জায়গায় আগে থেকেই থাকা রাস্তা সংস্কার করছে তারা। 

বাগেরহাটের মোড়েলগঞ্জের সোনাখালী বাজার থেকে সিন্নাখালী স্লুইচ গেট পর্যন্ত ২ কিলোমিটারেরও বেশী বেড়িবাঁধ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। পানগুছি নদীর তীরে বাঁধের এই অংশে আগে ৬ থেকে ৭ ফুট চওড়া রাস্তা ছিলো, যা প্রশস্ত করে ১৪ ফুট করা হচ্ছে। 

স্থানীয়দের দাবি রাস্তা প্রশস্ত করতে গিয়ে পাশের অনেক জমি নিয়ে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এজন্য জমির মালিকদের কোন নোটিশ বা ক্ষতিপূরণ দেয়নি তারা। এমনকি পাশের ফসলি জমি থেকে মাটি কেটেই ভরাট করা হচ্ছে রাস্তা। এর প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেছে এলাকাবাসী। অভিযোগ জানিয়েছে জেলা প্রশাসনের কাছে। এছাড়া এক জমির মালিক আদালতে মামলা করেছেন পানি উন্নয়নের বোর্ডের বিরুদ্ধে।

তবে, পানি উন্নয়ন বোর্ড বলছে, জনগণের দাবির মুখে দীর্ঘদিন পড়ে থাকা বাঁধটি সংষ্কার করা হচ্ছে। বাঁধের পাশের মাটি কাটায়ও কোন ক্ষতি হচ্ছেনা। নতুন করে কোন জমি অধিগ্রহণ করা হয়নি । 

বাঁধের সংস্কার কাজে ব্যবহৃত জমির মূল্য এবং ফসলি জমি থেকে মাটি কাটায় ক্ষতি পূরণের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা।

 

Laiza/shimul