ক্রীড়া ডেস্ক: ফেডারেশন কাপের শিরোপা জয়ের পর মোহামেডান ক্লাবে এখন উৎসব-আমেজ। এই জয়ে খেলোয়াড়রা পাচ্ছেন আর্থিক পুরস্কারও। মোহামেডানের এই সাফল্য আগামীতেও ধরে রাখতে চান কোচ ও কর্মকর্তারা। এই শিরোপা জয় দলকে আগামীতে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে।
দীর্ঘ ৯ বছর পর কোন শিরোপা জিততে পেরেছে দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান। মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারিয়েছে দলটি।
কুমিল্লা থেকে শিরোপা জিতে ফেরার পর থেকেই ক্লাবে চলছে উৎসব। দীর্ঘ দিনের শিরোপা খরায় নিশ্চুপ হয়ে পড়া ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে সবাই এখন আনন্দিত।
শিরোপা জয়ের নেপথ্যের কারিগর কোচ আলফাজ আহমেদ। হাল না ছেড়ে অদম্য মনোবল নিয়ে শেষ পর্যন্ত মাঠে লড়াই করে যেতে শিষ্যদের উজ্জীবিত করেছেন তিনি। আগামীতেও এই সাফল্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী কোচ আলফাজ আহমেদ।
আসরের ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। সুযোগ পেলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান এই স্ট্রাইকার।
তিনি বলেন, আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবো। আমি অনেক দিন ধরে মোহামেডানে আছি। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। আমার স্বপ্ন একদিন জাতীয় দলে খেলা।
আগামী মৌসুমে আরো ভালো মানের ফুটবলার ক্লাবে আনতে চান সাদা-কালোর জার্সিধারীরা।
Saju/Bodiar