আন্তর্জাতিক ডেস্ক: জাপানে চলছে গোলাপের উৎসব। যার আয়োজন করা হয়েছে ‘কেইসেই রোজ গার্ডেন’ নামের একটি বিশাল আয়তনের বাগানে। যেখানে রয়েছে পনেরো’রও বেশি জাতের হাজার হাজার গোলাপ। নানা রঙে শোভা বর্ধনের পাশাপাশি ছড়ায় সুরভি। অনিন্দ্য এই সৌন্দর্যের টানে বাগানটিতে প্রতি বছর সমাগম ঘটে লাখো পর্যটকের।
গোলাপ, যাকে বলা হয় সৌন্দর্য কিংবা ভালোবাসার প্রতীক। বিশ্বের অনেক দেশের মতো জাপানেও এটি জনপ্রিয় একটি ফুল। দেশটিরসুপরিচিত ‘কেইসেই রোজ গার্ডেন’-এ এখন চলছেফুলের উৎসব। যেখানে শোভা পাচ্ছে নানা রঙের গোলাপ।
লাল, নীল, হলুদ কিংবা গোলাপী, বিভিন্ন রঙের গোলাপ ফুল ফুটে আছে থরে থরে। পুরো বাগান সেজেছে বর্ণিল ফুলে। জাপানের অন্যতম বৃহৎ এই গোলাপ বাগানটি দেশটির রাজধানী টোকিও থেকে ৪০ কিলোমিটার দূরে ইয়াচিও শহরে অবস্থিত। প্রায় ৩০ হাজার স্কয়ার মিটারের এই বাগানে রয়েছে পনেরো’শ জাতের দশ হাজারেরও বেশি গোলাপ। গোলাপ ছাড়াও নানা ধরনের ফুল রয়েছে এই বাগানে।
প্রতি বছরের মতো এবারও বাগানটি দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। টিকিট কেটে গোলাপের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা। পাশাপাশি গোলাপ কিনতেও পারবেন তারা।
বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত মে মাসের মাঝামাঝি থেকে জুনের শুরুর দিকে এই বাগানে রং-বেরঙের গোলাপ ফুটতে শুরু করে। এই সময়কে মাথায় রেখেই পর্যটক ও দর্শনার্থীদের জন্য বাগানটি খুলে দেয়া হয়।
hasna/shimul