আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত অস্ট্রিয়ান ধনকুবের হেইডি হর্টেনের কয়েক’শ দামি গয়না সম্প্রতি নিলামে ১৯ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছে। যা এখন পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহে রাখা গয়নার সবচেয়ে বেশি দামে নিলাম হওয়ার ঘটনা। এরআগে, ২০১১ সালে নিউইয়র্কে এলিজাবেথ টেইলরের গয়না সর্বোচ্চ ১১ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়।
সম্প্রতি ব্যক্তিগত সংগ্রহে রাখা গয়নার নিলামে রেকর্ড গড়েছে প্রয়াত অস্ট্রিয়ান ধনকুবের হেইডি হর্টেনের গয়না। অনলাইন ও সরাসরি নিলামে তার গয়নাগুলো ১৯ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছে। যা এখন পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহে রাখা গয়নার নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার ঘটনা। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’স এর প্রত্যাশিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশিতে বিক্রি হয়েছে সেগুলো।
হর্টেনের এই সম্পদের নিলাম নিয়ে আপত্তি করেছে আমেরিকান ইহুদি কমিটি। কারণ, নাৎসী আমলে এক জার্মান ব্যবসায়ী ইহদি ব্যবসায়ীর কাছ থেকে এসব কিনেছিল। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নিলাম বন্ধ রাখার দাবি করেছিল ইহুদি কমিটি।তবে তাঁদের দাবিসত্ত্বেও সুইজারল্যান্ডের জেনেভায় ‘ফোর সিজনস’ হোটেলে অনুষ্ঠিত নিলামে স্থান পায় হর্টেনের ৭শ’ রত্ন।
সেগুলো অনলাইন ও সরাসরি নিলামে দুই দিন ধরে বিক্রি করা হয়। রত্নগুলোর মধ্যে একটি রুবিই ১ কোটি ৪৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। আর ৭০ লাখ ডলারে বিক্রি হয়েছে ৯০ ক্যারটের একটি হীরার হার।
এরআগে, ২০১১ সালে নিউইয়র্কে এলিজাবেথ টেইলরের গয়না সর্বোচ্চ ১১ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়।
aleya/shimul