রুশদের ভয় দেখাতে চাইছে ইউক্রেন: পুতিন

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ১১:৫০

আপডেট: ৩১-০৫-২০২৩ ১১:৫০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা চালিয়ে রুশ নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোতে ড্রোন হামলার পর এ অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবেলা করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের চালানো অন্তত আটটি ড্রোন হামলায় তেমন কোন ক্ষতি হয়নি। অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কিন্তু এই হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথম মস্কোতে  ড্রোন হামলার ঘটনা ঘটলো। 

AAJ/shimul