সুইডেন উপকূলে রাশিয়ার 'গুপ্তচর' তিমি

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ১১:৩৯

আপডেট: ৩১-০৫-২০২৩ ১১:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কথিত ‘গোয়েন্দা তিমি’ বেলুগার দেখা মিলেছে সুইডেনে। গত সোমবার তিমিটি সুইডেনের উপকূলে দেখা যায় বলে জানিয়েছে ওয়ান হোয়েল।  তিমি নিয়ে কাজ করা সংগঠনটি গতকাল মঙ্গলবার জানিয়েছে, তিমিটিকে সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে দেখা যায়।

এর আগে ২০১৯ সালে বেলুগা তিমিটিকে প্রথম শনাক্ত করা হয় নরওয়ের সুদূর উত্তরাঞ্চলীয় ফিনমার্ক উপকূলে। তিমিটি রাশিয়ান নৌবাহিনী দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানানো হয়েছিল তখন। এর গায়ে স্যাটেলাইট, ক্যামেরা এবং রাশিয়ান কর্তৃপক্ষের পরিয়ে দেওয়া একটি বেল্ট ছিল। পরে নরওয়ের কর্তৃপক্ষ বেল্টটি খুলে দেয়।

ওয়ান হোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, ‘ তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়। আমরা জানি না, কেন তিমিটি এখন এত দ্রুতগতিতে সরছে।’

সেবাস্তিয়ান বলেন, ‘হতে পারে হরমোন তিমিটিকে একজন সঙ্গী খুঁজে পেতে তাড়িত করছে। একাকিত্বের কারণেও হতে পারে।’

 

rocky/shimul