গায়ক কেকে'র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ১১:১১

আপডেট: ৩১-০৫-২০২৩ ১১:১১

বিনোদন ডেস্ক: প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ কেকে'র প্রথম মৃত্যুবার্ষিকী  আজ। গত বছরের ৩১শে মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কে কে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

গতবছরের এই দিনে শো শেষে কলকাতার এক বিলাসবহুল হোটেলে ফিরে যান কেকে। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। এ সময় ভক্তরা তার সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন। কিন্তু অসুস্থ থাকায় তিনি তাতে সম্মতি দেননি। হোটেলে পড়েও যান। এর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, কেকে মারা গেছেন।

মারা যাওয়ার ২ মাস আগে শেষ মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে। যা থাকবে আসন্ন মারাঠি সিনেমা ‘আমব্রেলায়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই গানটি প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। এটি কেকে-র গাওয়া শেষ মারাঠি গান। ২০১৪ সালে মারাঠি ভাষায় প্রথম গান গেয়েছিলেন কেকে। কেকের রেকর্ড করা এই শেষ গানটির নাম ‘একান্ত হাওয়া’। 

২৬ বছরের কেরিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশকিছু ভাষায় গান গেয়েছেন। 

গত তিন দশকে ভারতীয় সংগীত প্রেমীদের বহু হিট গান উপহার দিয়েছেন কে কে। ১৯৯৯ সালে কেকে তার প্রথম অ্যালবাম পাল প্রকাশ করেন। তিনি দিলি­তে জন্মগ্রহণ করেছিলেন।

 

sanjida/shimul