চিরনিদ্রায় শায়িত নাট্যকার মোহন খান

প্রকাশিত: ৩১-০৫-২০২৩ ০২:১৩

আপডেট: ৩১-০৫-২০২৩ ১৪:৪৯

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসা আর ফুলেল শ্রদ্ধায় রাজধানীর আজিমপুর কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান। বুধবার জোহরের নামাজের পর তাঁকে রাজধানীর আজিমপুর কবর স্থানে দাফন করা হয়। 

মঙ্গলবার রাত ১১টার ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মোহন খানের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার ও নানা জটিল রোগে ভুগছিলেন। মাসখানেক আগে কয়েকদফা অস্ত্রোপচার করা হয় তার। এরপর থেকেই মোহন খান লাইফ সাপোর্টে ছিলেন। 

১৯৮৮ সাল থেকে টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ মোহন খান। এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগেও কাজ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

FM/sat