নোয়াখালী সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরাতের শারজায় সোমবার রাতে একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাত তিনটার দিকে দেশটির শারজায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের বাড়ি নোয়াখালী এবং একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। আগুনে আসবাবপত্রের দোকানটির মালিক মোহাম্মদ ইউসুফ ও কর্মচারি মোহাম্মদ রাসেলসহ চার বাংলাদেশী মারা যায়। অন্য দুজনের নাম মোহাম্মদ বাদল ও মোহাম্মদ সুমন।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, প্রতিদিনের মত সোমবার রাতে দোকান বন্ধ করে, তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুন লাগে। ঘুমের মধ্যেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে আরও একজনের মৃত্যু হয়। এদিকে, নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন স্বজনেরা।
Nishat/sat