নির্বাচনে আলেম সমাজকে পাশে চায় আওয়ামী লীগ

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ২৩:২৪

আপডেট: ৩০-০৫-২০২৩ ২৩:২৪

নিজস্ব প্রতিবেদক: আলেম সমাজের কল্যাণে আওয়ামী লীগ সরকার যেসব কাজ করছে তা আর অন্যকোনো সময় কোনো সরকার করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (মঙ্গলবার) রাতে ধর্ম প্রতিমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। 

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় আগামী নির্বাচনে আলেম সমাজের সমর্থন চান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, এই সরকার কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। মডেল মসজিদ নির্মাণ করে এই সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

 

Mustafiz/habib