‘ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ২১:২৮

আপডেট: ৩০-০৫-২০২৩ ২১:২৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আজ (মঙ্গলবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘১৫ই আগস্ট যে ষড়যন্ত্র আমরা দেখেছি, আজও সেই ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের বাইরে সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিভিন্ন দলের মানুষ। সে ক্ষেত্রে আপনাদের একত্রে থাকতে হবে। আমরা যদি একত্রে না থাকতে পারি, তাহলে হয়তো আমরা বিপদগ্রস্ত হব। আমরা বিপদগ্রস্ত হব না এটা মনে করি। সমস্ত বাংলাদেশ আজ এক। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষ আর অন্ধকারের দিকে না যাওয়ার জন্য স্বপ্নেও চিন্তা করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো উসকানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।’ 

 

afroza/habib