সংসদ সচিবালয়ের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ২১:২৬

আপডেট: ৩০-০৫-২০২৩ ২১:২৬

নিজস্ব প্রতিবেদক: সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩ লাখ টাকা, ২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।

এসময় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

Mustafiz/habib