ক্রীড়া ডেস্ক: ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে তিন খেলায় জিতেছে মোহামেডান, বিকেএসপি ও রূপালী ব্যাংক ক্লাব। আজ (মঙ্গলবার) নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, মোহামেডান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাবকে। আগে ব্যাট করে গুলশান ইয়ুথ ক্লাব অলআউট হয় মাত্র ৫৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৩ বলেই জয় পায় মোহামেডান। বিকেএসপিতে আরেক খেলায় রূপালী ব্যাংক ক্লাব ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। একই ভেন্যুর আরেক গ্রাউন্ডে স্বাগতিক বিকেএসপি ২৬৪ রানের বড় জয় পেয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে।
SMS/habib