প্রথম দিনে এগিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ২০:১৯

আপডেট: ৩০-০৫-২০২৩ ২০:১৯

ক্রীড়া ডেস্ক: সিলেটে তিন ম্যাচ সিরিজের চারদিনের ক্রিকেটের তৃতীয় ও শেষ খেলার প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দিন শেষে প্রথম ইনিংসে সফরকারী এ দলের সংগ্রহ ৬ উইকেটে ৩২০ রান। যদিও ব্যাট করতে নেমে তাদের শুরুটা ভালো হয়নি।

তবে প্রাথমিক চাপ সামাল দিতে বেশি সময় নেয়নি ক্যারিবিয় এ দল। তেয়াগি নারায়ন চন্দরপল ও অ্যালিক স্টিভেন চাপ সামাল দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। দু’জনেই পান হাফ সেঞ্চুরি। তেয়াগি নারায়ন চন্দরপল ৮৩, অধিনায়ক জসোয়া ডি সিলভা ৮২ রান করেন। 

 

SMS/habib