চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যার ঘটনায় ৬ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদীব আলী এই আদেশ দেন।
এর আগে দুপুরে জেম হত্যা মামলার ৩২ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে। আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বতীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার বিচারক ২৬ জনের জামিন বহাল রেখে ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে এই মামলায় উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান আদালতে উপস্থিত হননি।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন ও মাহিন রেজা উরফে মুমিন।
আদালত সূত্রে জানা যায়, জেম হত্যা মামলার ৪৮ জনকে আসামি করা হয়। তারমধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালতে জামিন নেয়। আজ উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন দেয়। এর আগে তেসরা মার্চ উচ্চ আদালতে তারা জামিন নেয়। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত ১৯শে এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় এলাকায় ইফতারি কেনার করার সময় খাইরুল আলম জেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
Kaniz/habib