রাজশাহী সংবাদদাতা: সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন আদালত। আজ(মঙ্গলবার) দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মাহবুব আলম শুনানি শেষে এ জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।
পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজকে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত নতুন করে আরও তিন দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করে।
এর আগে গত ২৫শে মে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের জিজ্ঞাসাবাদ আবেদন করা হয়। আদালত পাঁচ দিন মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ১৯শে মে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে ২১শে মে বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’
Mustafiz/habib