নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি জানান, যত ষড়যন্ত্রই হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে ক্ষমতাসীনদের বাধ্য করা হবে। একতরফা নির্বাচন আর করতে দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।
১৯৮১ সালের ৩০মে চট্টগ্রামের সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থায় মানুষের ভোটাধিকার, মানবাধিকার হুমকির মুখে। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই তাদের আন্দোলন চলছে বলে জানান তিনি।
সরকার আবারও একতরফা নির্বাচনের পথে হাটতে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সাজা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দু:স্থদের মাঝে রান্না করা খাবার ও কাপড় বিতরণ করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দলটির স্থানীয় নেতারা।
GM/Bodiar