আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে আশরাফ মোহাম্মদ আমীন ইব্রাহিম নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল বাহিনী। এ সময় আহত হয়েছেন বেশ কয়েক জন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় এ হত্যা করে। ইব্রাহিম ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ছিলেন। তাকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে যোগ দেয় শত শত স্থানীয় বাসিন্দারা। এ সময় জেনিনের স্থানীয় কর্মকর্তারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট ঘোষণা করেন।
sanjida/Bodiar