বিকেলে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান

প্রকাশিত: ৩০-০৫-২০২৩ ০৮:৩২

আপডেট: ৩০-০৫-২০২৩ ১৫:০৫

ক্রীড়া ডেস্ক: ফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। 

বিকেল সোয়া ৩টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

গত ৯ই মে শেষ চারের লড়াইয়ে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে পা রাখে মোহামেডান। 

সবশেষ ২০০৯ সালে দেখা হয়েছিল এই দুই দলের। সেবছর আবাহনী লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সাদা-কালো বাহিনীরা। এবারও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আলফাজের শিষ্যরা।

ফেডারেশন কাপে সর্বাধিক ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ১০ বার শিরোপা ঘরে তুলেছে মোহামেডান। দীর্ঘদিন পর মোহামেডান-আবাহনী ফাইনাল ঘিরে উত্তেজনাও তুঙ্গে ফুটবলাঙ্গনে।

 

Saju/Bodiar