মাগুরা সংবাদদাতা: মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জুলেখা খাতুন, নদী খাতুন ও শাহিনুর শেখ। শাহীনুর এ চক্রের মূল হোতা।
সোমবার (২৯ মে) দুপুরে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কলিম উল্লাহ এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শামসু বিশ্বাস নামে এক ব্যক্তির অপহরণ মামলার সূত্র ধরে নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ আদায় চক্রের সন্ধান মেলে। পরে অভিযান চালিয়ে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী থেকে অপহরণ চক্রের সদস্য জুলেখা খাতুন, নদী খাতুন ও শাহিনুর শেখকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এই চক্র নারীদের দিয়ে মোবাইলে পুরুষদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে বাড়িতে ডেকে এনে শারীরিক সম্পর্কে জড়াত এবং নগ্ন ভিডিও ধারণ করে অর্থ দাবি করতো। টাকা দিতে না চাইলে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত।
তিনি বলেন, এ বিষয়ে আরো তদন্ত চলমান রয়েছে। কতজন এ ধরনের প্রতরণার শিকার হয়ে প্রতারকদের অর্থ দিতে বাধ্য হয়েছেন সে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। পাশপাশি জেলায় এ ধরনের কতটি চক্র আছে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
rocky/shimul