গাইবান্ধায় ব্যাংকে চুরির ঘটনায় আটক ৬

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ২২:১৮

আপডেট: ২৯-০৫-২০২৩ ২২:১৮

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচা শহর শাখায় চুরির ঘটনায় নৈশপ্রহরী ও দুই কর্মকর্তাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৬শে মে) কোচার শহর কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শেষ করে চলে যায় ব্যাংকের কর্মকর্তারা। এরপর ২৮শে মে সকালে জানতে পারেন ব্যাংকে চুরি হয়েছে। তারা ব্যাংকে এসে দেখেন ব্যাংকের তালা খুলে ভিতরে প্রবেশ করে প্রায় ১৪ লাখ ১৮ হাজার ৬শ ৬০ টাকা চুরি হয়েছে। ব্যাংকের পাশের একটি রুমে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ নৈশপ্রহরীকে উদ্ধার করে। পরে সন্দেহ হলে ওই নৈশপ্রহরী গোলাম হোসেন জুয়েল, দুই কর্মকর্তাসহ ৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ভর অভিযান চালিয়ে নৈশপ্রহরী জুয়েলের বাড়ি ও ব্যাংকের পরিত্যক্রম রুম থেকে মোট ১২ লাখ ৬৫ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশ সুপার। 

Kaniz/sat