রাজধানীতে তিতাসের অভিযান

প্রকাশিত: ২৯-০৫-২০২৩ ২১:০৭

আপডেট: ২৯-০৫-২০২৩ ২১:৪৪

নিজস্ব প্রতিবেদক: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান জোরদার করছে গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি-তিতাস। আজ (সোমবার) রাজধানীর বনানীতে অভিযান চালিয়েছে তিতাসের ভ্রাম্যমাণ দল। এসময় কড়াইল বস্তি ও আশপাশের এলাকার কয়েক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ গ্যাস সংযোগে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিতাসের  ঢাকা মেট্রো বিপণন বিভাগ উত্তরের মহাব্যবস্থাপক জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। 

 

Azmi/sat